চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


তারেক আজিজ প্রকাশের সময় : ০৩/০৫/২০২০, ৬:৪২ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাস উল্টে ১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার বোয়ালিয়া- চৌডালা সড়কের বসনীটোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মাইক্রোবাস চালক উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলা গ্রামের পাতু শেখের ছেলে মোহাম্মদ আলী(৩৫)। এ ঘটনায় তার মা তারা বেগম(৫৫) ও ভাবী নাসিমা বেগম(৪০) আহত হয়েছে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, নিহত মোহাম্মদ আলী তার মা ও ভাবীকে নিয়ে অসুস্থ সন্তানকে দেখতে মাইক্রোবাসযোগে চৌডালার উদয়নগর গ্রামে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। পরে রহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা গাড়ীতে চাপা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।

এ সময় ফায়ার সার্ভিস সদস্যরা তার মা ও ভাবীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com