চাঁপাইনবাবগঞ্জে সরকারের নির্দেশনা অমান্য করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
তারেক আজিজ
প্রকাশের সময় : ২১/০৪/২০২০, ৭:৪১ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অমান্য করা ও দূরত্ব বজায় না রাখার অপরাধে একটি ঔষধের দোকান, একটি মুদিখানার দোকান ও একটি কসমেটিকের দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বটতলাহাটে একটি ঔষধের দোকানে ২ হাজার টাকা, একটি কসমেটিকের দোকানে ১ হাজার টাকা ও একটি মুদি দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জনসাধারণকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেন এবং সরকারি নিদের্শনা মেনে চলার জন্য আহবান জানান।
অন্যদিকে দুপুরে সেনাবাহিনী বাতেন খাঁর মোড়ে ব্যাংকে আসা মানুষদের সচেতন করেন এবং জীবাণুনাশক ঔষধ স্প্রে করে। এ সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবানও জানান সেনাবাহিনী।
Post Views: 3,168
আপনার মতামত লিখুন :