চাঁপাইনবাবগঞ্জে সরকারি নির্দেশনা না মানায় তিনটি প্রতিষ্ঠানে জরিমানা


তারেক আজিজ প্রকাশের সময় : ০৯/০৬/২০২০, ৫:২৫ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে সরকারি নির্দেশনা না মানায় তিনটি প্রতিষ্ঠানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সরকারি নির্দেশনা না মানায় ও সামাজিক দূরত্ব বজায় না রেখে পণ্য বিক্রির অপরাধে ৩ টি দোকান মালিককে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আাদায় করা হয়েছে।
৮ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শান্তি মোড়সহ আশ পাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
আনসার ব্যাটালিয়ন সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসনের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দন কর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে সজলকে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com