চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার -১


তারেক আজিজ প্রকাশের সময় : ২১/০১/২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার -১

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব -৫ এর মাদকবিরাধেী অভিযানে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি , চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ খাঁসপাড়া এলাকার মাছো . রহিমা বেগম ও মাে . আশরাফের ছেলে মাে . আকাশ আলী ( ২১ ) । জানা গেছে , গাপেন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি বুধবার রাত ৯ টার দিকে শিবগঞ্জের বিনাদেপুর ইউনিয়নের একবরপুর থেকে  কালীগঞ্জগামী সানোর পাড়া গ্রামের লাল পিলারের পূর্বের রাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০
পিস ইয়াবাসহ আকাশকে হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যা¤েপর একটি অপারেশন দল । এ সময় একটি অটো রিকশা , ১ টি মাবোইল সেট , সীম ও নগদ ১ হাজার টাকাও উদ্ধার করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয় ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com