নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মুসলিমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার মো. জেনারুল ইসলাম (২০) বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ ইসমাইল বিশ্বাসটোলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে উপজেলার মুসলিমপুর বাজার থেকে শান্তির মোড় বাজারগামী নলডুবরী হঠাৎপাড়ায় অভিযান চালায়।
এ সময় চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জেনারুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
আপনার মতামত লিখুন :