চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১


তারেক আজিজ প্রকাশের সময় : ২৩/০৮/২০২০, ২:০৪ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত ১১ টার দিকে র‌্যাবের অভিযানে ৫১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তাসির উদ্দিন ওরফে তাসু (৩৮), শিবগঞ্জ উপজেলার ১৬ নং ছত্রাজিৎপুর ৭ নং ওয়ার্ডের হাচা পাড়ার মৃত সাইফুদ্দিন বিশ্বাস ও মোসা. বিজলী বেওয়ার ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সহকারী পরিচালক  রাত ১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাসুকে ২ টি সাদা বস্তায় রক্ষিত ৫১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় নগদ ৭ হাজার ৮০০ টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com