চাঁপাইনবাবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
তারেক আজিজ
প্রকাশের সময় : ১৮/০৫/২০২০, ১২:৩৬ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তাহেরপুর মোহাম্মদখানী এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন মো. রশিদুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক তাহেরপুর মোহাম্মদখানী এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে। সোমবার ভোর ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, নিজ বাড়িতে রোববার দিবাগত রাতের কোন এক সময় মানসিক ভারসাম্যহীন রশিদুল গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে।
সকালে স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। তিনি আরো জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। –
Post Views: 1,309
আপনার মতামত লিখুন :