চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
Journalist Tarek Aziz
প্রকাশের সময় : ২৯/১২/২০২১, ৩:৫৭ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
২৯ ডিসেম্বর বুধবার সকল ১০ টার দিকে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে।
পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে শেষে পৌরসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বেগম রোকেয়া দিবস সম্পর্কে আলোচনা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মোখলেসুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোসা. নাজনীন ফাতেমা জিনিয়া ও পৌরসভার সচিব মামুনর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর, মো.জিয়াউর রহমান আরমান, রাজু আহমেদ, মাসিদুল হক নিখিলসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার সচিব কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 192
আপনার মতামত লিখুন :