চাঁপাইনবাবগঞ্জে বিনা টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৪ জন


তারেক আজিজ প্রকাশের সময় : ২৫/১১/২০২১, ৭:৪২ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে বিনা টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৪ জন

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে বিনা টাকায় ৩৪ জন তরুণ-তরুণীকে পুলিশে চাকুরী দেয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে নিয়োগ বোর্ডের প্রধান চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রবিক নব-নির্বাচিত পুলিশ সদস্যদের নিয়োগ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের অন্য সদস্য সিরাজগঞ্জ জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরানুর রহমান ও রাজশাহী জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া।


চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রবিক জানান, গেলো ১৪ই নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন পরিক্ষা শেষে জেলার ৩৪ জন তরুণ তরুণীকে চাকুরী প্রদান করা হয়। তিনি জানান, ব্যাংক ড্রাফটে একশ টাকা জমা দিয়ে পুলিশে প্রায় ১৪শ জন তরুণ তরুণী অংশ নেয়। পর্যায়ক্রমে পরিক্ষা-নিরিক্ষা শেষে ৩৪ জনকে নিয়োগ প্রদান করা হয়। চূড়ান্ত প্রার্থীদের অভিভাবক কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের বিনা টাকায়পুলিশে চাকুরী হবে।

পুলিশে চাকুরী পাওয়া সদস্যরা চাকুরী পেয়ে খুশিতে তাদের আবেগের কথাও বলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com