চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই শিশু নিহত
তারেক আজিজ
প্রকাশের সময় : ০২/০৫/২০২০, ২:৩৯ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি কানছিড়া গ্রামে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে এক দেড় বছর বয়সের শিশু ও শাহবাজপুর ইউনিয়নের ধরা কলেজ পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ১৪ বছর বয়সের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে হাসান নামে দেড় বছরের এক শিশুর মৃুত্য হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি কানছিড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধরা কলেজ পাড়ায় নিজ বাড়িতে দুপুর ২টার দিকে বিদ্যুৎস্পর্শে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহত শিশু হাসান কৃষক তৌহিদুর রহমানের ছেলে ও নিহত স্কুল ছাত্রী আনারুল ইসলামের মেয়ে আনিকা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম ও পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দুরুল হোদা বিষয়টি নিশ্চিন্ত করেছেন। এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Post Views: 1,233
আপনার মতামত লিখুন :