চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৩০০ নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান


তারেক আজিজ প্রকাশের সময় : ০২/১০/২০২০, ৮:৫৬ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৩০০ নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মীবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে ২ অক্টোবর শুক্রবার বিকেলে পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের চাঁদলাই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব সামিউল হক লিটন।
এতে উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম, আব্দুল হান্নান, যুবলীগ নেতা মিনহাজুল ইসলাম মিনহাজসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদান করেন, আলতাব হোসেন, ডালিম, রহমতসহ আরও ৩০০ নেতাকর্মী। এ সময় নব্য আওয়ামী লীগে যোগদানকৃত নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com