চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় ১জন নিহত, সরকারের মোড় থেকে চালকসহ বাস আটক


তারেক আজিজ প্রকাশের সময় : ০১/১১/২০২০, ৩:৩৯ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় ১জন নিহত, সরকারের মোড় থেকে চালকসহ বাস আটক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উপরাজারামপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় একজন অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকার খাইরুন বেগম ও মৃত আরশাদ আলীর ছেলে মো. রুপচান (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, মাসের প্রথম দিন ১ নভেম্বর রোববার বেলা ১২টার দিকে উপরাজারামপুর মোড়ে অটোরিকশা যোগে মাছের খাবার নিয়ে যাবার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা শিবগঞ্জগামী বিআরটিসি বাস(ঢাকা মেট্টো-ব-১১৬৭৪৩) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রুপচান।
পরে পুলিশের এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে আসে।
অন্যদিকে এসআই নয়নের নেতৃত্বে পুলিশের আরেকটি টিম সরকারের মোড় থেকে বাসসহ চালককে আটক করতে সক্ষম হয়। বাস চালক হচ্ছে, যশোর জেলার গনি মোল্লার ছেলে সাইম। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com