চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাবার সময় মাদরাসার ছাত্রীকে অপহরণ করেছে এক বখাটে


তারেক আজিজ প্রকাশের সময় : ০৬/০৯/২০২০, ১০:৪৫ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাবার সময় মাদরাসার ছাত্রীকে অপহরণ করেছে এক বখাটে
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রেমে সাড়া না দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের করেছে একই এলাকার রুবেল নামে এক বখাটে।
শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল, ৮টার দিকে তিসা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তেলকুপি আলিম মাদ্রাসা যাচ্ছিলো। পথিমধ্যে স্থানীয় বখাটে রুবেল আলি কয়েকজন সঙ্গীকে নিয়ে তিসাকে অপহরণ করে অটোরিকশা যোগে অজ্ঞাত জায়গায় পালিয়ে যায়।রুবেল আলি একই উপজেলার তেলকুপি  গ্রামের নরেশ আলির ছেলে।
শুক্রবার বিকেলে তিসার মা জুবেদা বেগম শিবগঞ্জ থানায় অপহরণের লিখিত অভিযোগ করেছেন।
শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জুবেদা বেগমের মেয়ে তিসা খাতুন  তেলকুপি আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। উল্লেখ আছে তিসার বয়স ১২ বছর। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একই গ্রামের বখাটে রুবেল আলী তিসাকে উত্ত্যক্ত করত।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিবারের দাবি, অবিলম্বে তাদের মেয়েকে উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তাদের মেয়েকে নিয়ে তারা খুব দুশ্চিন্তিত, বখাটে রুবেল কি করে বসে বলা যায় না। মেয়ের জীবন নিয়ে তিসার মা চিন্তিত। মেয়ে নিখোঁজ হওয়ায় তিসার পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। মেয়েকে হারিয়ে দিশেহারা মা বাবা।
তিসার চাচা এ প্রতিবেদককে বলেন, রুবেলের পরিবারের সাথে তারা যোগাযোগ  করেছেন, রুবেলের পরিবার বলছে উক্ত ঘটনা ঘটার পর রুবেল আর বাড়ি ফিরেনি, তারা তিসার পরিবারকে বলে, তিসাকে তারা মা বাবার নিকট ফিরিয়ে দিবে, কিন্তু রুবেলের পরিবার অপহরণের দুদিন পর শনিবার রাতে তিসার চাচাকে বলে যে, তারা ফিরিয়ে দিতে পারবেনা। তিসার মা জুবেদা বেগম প্রতিবেদক এর কাছে অভিযোগ করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামসুল আলম শাহ্ জানান, স্কুল ছাত্রী তিসাকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করছে মেয়েটিকে উদ্ধারে।
উল্লেখ্য, বখাটে যুবক এরই মধ্যে মেয়েটিকে জোর করে তার সাথে অন্তরঙ্গ মূহুর্তে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে পুলিশে অভিযোগ করায়।-
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com