চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও হয়রানীর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক স্বর্ন ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সদর উপজেলার আমনুরা এলাকার ব্যবসায়ী মোখলেসুর রহমান দাবি করেন,রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জেসমিন খাতুন নামে এক নারী তাঁর স্বর্নের দোকানে কাজ করিয়ে ১৮ হাজার টাকা বাকি রাখেন। চলতি মাসের গত ১৭ তারিখ আবারও দোকানে গেলে পাওনা ১৮ হাজার টাকা দাবি করা হয়। এক পর্যায়ে কর্মচারীর শরীরে আঘাত করে বেরিয়ে যান ওই নারী। বাইরে গিয়ে নিজের কানপাশা ছিড়ে হাসপাতালে ভর্তি হন। এনিয়ে একজন সাংবাদিক তাঁর অনলাইন পোর্টালে একাধীক মানহানিকর সংবাদ প্রচার করে। এসব ঘটনার সুষ্ঠ বিচার ও তদন্ত দাবি করেন স্বর্ন ব্যবসায়ী মোখলেসুর রহমান। তিনি বলেন,জেসমিন খাতুনের ৮টি বিয়ের কাগজ পাওয়া গেছে। সবার সঙ্গেই প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে। এসময় জেসমিন খাতুনের ১২ নাম্বার স্বামী দাবি করা দক্ষিন চরাগ্রামের মোম্তাকিন আলীও উপস্থিত থেকে প্রতারক জেসমিন খাতুনের বিচার দাবি করেন।
আপনার মতামত লিখুন :