চাঁপাইনবাবগঞ্জে পুলিশ লাইন্স নারী ব্যারাকের নব নির্মিত ভবন উদ্বোধন
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৫/০৯/২০২০, ৪:৩৭ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রথম চারতলা নবনির্মিত পুলিশ লাইন্স নারী ব্যারাকের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নারী ব্যারাকের উদ্বোধন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইকবাল হোছাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন, ওসি তদন্ত মো. কবির হোসেন সহ অন্যান্য অফিসারবৃন্দ।
শেষে সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। নারী ব্যারাক ভবনটি উদ্বোধনে জেলার নারী পুলিশের আবাসিক সমস্যার সমাধান হলো।-
Post Views: 1,273
আপনার মতামত লিখুন :