নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহালামারী এলাকা থেকে ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিনসহ কাজল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার রাত দেড় (১.৩০) টার দিকে শিবগঞ্জের লহালামারী এলাকা থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, রাজশাহীর তানোর উপজেলার দোগাছা হাপানিয়া গ্রামের মোঃ বিশুর ছেলে মোঃ কাজল(১৯)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস শাকিব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড় (১.৩০) টার দিকে শিবগঞ্জ উপজেলার চককৃর্ত্তি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লহালামারী এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী কাজলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল পিস্তল কেনাবেচার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আপনার মতামত লিখুন :