চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিশুর মৃত্যু


Journalist Tarek Aziz প্রকাশের সময় : ১০/০৪/২০২২, ৩:০৪ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবদুল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার শ্যামপুরে পাগলা নদীতে গোসল করতে নেমে শিশুটি ডুবে যায়।
নিহত শিশুটি আবদুল্লাহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুড়িপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, গতকাল দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পাগলা নদীতে গোসল করতে যায় আবদুল্লাহ। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর আজ সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, পরিবারের মৌখিক আবেদনে প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com