চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার


তারেক আজিজ প্রকাশের সময় : ১০/০৪/২০২০, ২:২৭ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর এলাকার আলিনগর এলজিইডি অফিসের গলি হতে ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, এলজিইডি অফিসের গলিতে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, ককটেলগুলো পরিক্ষার জন্য রাজশাহী হতে দক্ষ টিম খবর দেয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

তবে কারা, কি উদ্দেশে ককটেলগুলো রেখেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com