চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পলাতক সদস্যসহ ৩ জন গ্রেপ্তার


তারেক আজিজ প্রকাশের সময় : ২৮/১২/২০২০, ২:০৭ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পলাতক সদস্যসহ ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোদাগাড়ী উপজেলা থেকে পলাতক আসামী সহ ৩ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী ক্যাম্পের অপারেশন দল ২৭ ডিসেম্বর রাত সোয়া ১২ থেকে রাত আড়াইটা পর্যন্ত দুটিস্থানে অভিযান চালায়।
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হাড়াডাং ও মহিশালবাড়ী এলাকায় অভিযান চালায় একটি দল।
আর অন্য আরেকটি দল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামার জগদইল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য তিন জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামর জগদইল এলাকার ইলিয়াস উদ্দিনের ছেলে মো. ইমন আলী ওরফে ইমন (২১), গোদাগাড়ী উপজেলার হারাডাং এলাকার ফানজুর আলীর ছেলে মো. আলী (৩৬) ও একই উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. হাসান আলী ওরফে হাসান (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, সন্ত্রাস বিরোধী আইনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ৭নং মামলার পলাতক আসামীর বিরুদ্ধে ৯ সেপ্টেম্বর নাচোল থানায় মামলা দায়ের করা হয়।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com