চাঁপাইনবাবগঞ্জে নারীসহ ৯ জন পজেটিভ : রাণীহাটি ও ঝিলিম ইউনিয়ন লকডাউন
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৭/০৫/২০২০, ১২:২৫ পূর্বাহ্ণ /
০
কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জে নতুন করে বুধবার ৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে চাঁপইনবাবগঞ্জে মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার মধ্যে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৪ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর রিপোর্ট ২ দিনের মাথায় ৬ মে পাওয়া গেল।
করোনা সনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন।
রাণীহাটি ইউনিয়ন ও ঝিলিম ইউনিয়নের ১৫ টি করে ৩০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন জানান, সদরে আক্রান্তদের বাড়ির আশপাশে ১৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে। চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যগণকে নির্দেশ প্রদান করা হয়েছে লকডাউন মনিটরিং এর জন্য।
তিনি আরো জানান, ৭ মে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন আক্রান্তদের বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসার ওষুধ পৌঁছে দেবেন। হোমকোয়ারেন্টাইন এ থেকে বাড়িতেই তাদের চিকিৎসা চলবে।
এদিকে বুধবার রাতে আক্রান্তদের সাথে মুঠোফোনে কথা বলে জানা গেছে, সকলেই নিজনিজ বাড়িতে অবস্থান করছে। তবে সদরের একজন ভোলাহাটে অবস্থান করছে। সেখানেই তার চিকিৎসা চলবে।
উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয় মহারাজপুর ও সদরে। চাঁপাইনবাবগঞ্জে মোট সনাক্তের পরিমাণ দাঁড়াল ১১ জনে।
চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, গ্রাম লকডাউন
Post Views: 1,830
আপনার মতামত লিখুন :