চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুরে আরো একজন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি গত ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাপাইনবাবগঞ্জে আসেন। আক্রান্ত ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজ পাড়া এলাকায়।চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাদিম সরকার জানান, গত ১৭ এপ্রিল আক্রান্ত যুবক নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জের ফেরার পর তাকে কোয়ারেনটাইনে রাখা হয় এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে আক্রান্ত ব্যক্তির নমুনা প্রাপ্ত ফলাফলে দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।এ নিয়ে চাপাইনবাবগঞ্জেে করোনায় অাক্রান্তের সংখ্যা ২ জনে দাঁড়াল।
আপনার মতামত লিখুন :