নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে টাউনক্লাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের রির্জাভ ফোর্সের কমান্ড্যান্ট এসপি শেখ মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মনিম উদ-দৌলা চৌধুরী। এছাড়াও, সমাবেশে জনপ্রতিনিধি, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন,‘ সমাজ থেকে ধর্ষন দুর করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। তাই সমিল্লিতভাবে সমাজ থেকে ধর্ষন দূরীকরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এর আগে সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে টাউনক্লাব মিলনায়তনে সমাবেশে মিলিত হয়।
আপনার মতামত লিখুন :