চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ও নিম্ম আয়ের মানুষের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান


তারেক আজিজ প্রকাশের সময় : ৩১/০৫/২০২০, ৫:৫৭ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ও নিম্ম আয়ের মানুষের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ম আয়ের মানুষের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ৩১ মে রোববার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিশ্বরোড মোড়ে ৫০ জন সদস্যের মাঝে ৫০০ টাকা করে প্রদান করা হয়।
জাগরনী চক্র ফাউন্ডেশন এর সদস্যদের হাতে অর্থ তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন। এ সময় জাগরনী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজারসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুরে সদর উপজেলা পরিষদ ভবনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষকসহ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার উপস্থিত ছিলেন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com