চাঁপাইনবাবগঞ্জে করোনা’র দুঃসময়ে হতদরিদ্রদের ত্রাণ দেয়ার কথা বলে বিকাশে টাকা হাতিয়ে ঘটনায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বৃহস্পতিবার দুপুর ৩টায় এক প্রেসব্রিফিং জানান, কয়েক দিন আগে একটি প্রতারক চক্র রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজারের পরিচয় দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা’র দুঃসময়ে প্রতি হতদরিদ্রদের সাত হাজার টাকার সমপরিমান ত্রাণ দেয়ার কথা বলে স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের তালিকা করতে বলে এবং প্রতিজনের ত্রাণ সামগ্রী বাবদ ৭০০ টাকা করে রেডক্রিসেন্ট সোসাইটির নামে বিকাশে জমা করার জন্য বলেন। প্রতারকের চক্রের কথায় বিশ্বাস করে শিবগঞ্জের জনৈক মাইনুল ইসলাম ৭০ জন হতদরিদ্রদের কাছে থেকে ৭০০ টাকা করে মোট ৪৯ হাজার টাকা প্রতারকের দেয়া বিকাশে প্রেরণ করে। পরে প্রতারকের মোবাইল বন্ধ পেয়ে সন্দেহ হলে এ বিষয়ে শিবগঞ্জ থানায় মাইনুল ইসলাম জিডি করেন। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশের একটি দল কুমিল্লা পুলিশের সহায়তায় কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় বুধবার অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সদস্য কক্সবাজার জেলার চকরিয়া থানার সোসাইটি পাড়া মহল্লার মোবারক হোসেনের ছেলে ইফতেখার হোসেন সাহারুককে গ্রেফতার করে। তবে, মূল প্রতারককে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
আপনার মতামত লিখুন :