চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
তারেক আজিজ
প্রকাশের সময় : ২৯/১০/২০২০, ৯:০৩ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে রুবেল হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টার দিকে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তারকৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাব জায়গীর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর ঘাটে মাদক বিক্রেতা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে এসআই আরিফ ও এসআই আজগরসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এ সময় সবুজ প্যাকেটে রক্ষিত ৭০০ পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়।
Post Views: 1,908
আপনার মতামত লিখুন :