চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে কমলাকান্তপুর থেকে সেলিমসহ ৩ জন গ্রেপ্তার
তারেক আজিজ
প্রকাশের সময় : ২৬/০৮/২০২০, ৫:২১ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয় ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ ১ জন ও প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে ২ জন মাদকসেবিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. সেলিম (৪৫), সদর উপজেলার পৌর এলাকার নয়াগোলা এলাকার মো. আ. কাইয়ুমের ছেলে
মো. হযরত আলী (৩০) ও রামকৃষ্টপুর মহল্লার মৃত মহসিন আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৪৫)।
২৫ ও ২২ আগস্ট রাত ২টা ও বিকেল ৫ টার দিকে এদুটি অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাম্মদ রবিন মিয়া উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান দুটি চালিয়ে ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হযরত ও জামালকে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করে কারাগারে প্ররণের নির্দেশ দেয়া হয়। আর সেলিমকে মাদকের মামলা দেয়া হয়। মামলা নং-৫২।-
Post Views: 1,014
আপনার মতামত লিখুন :