চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারকে করায় আনন্দ মিছিল
তারেক আজিজ
প্রকাশের সময় : ১৩/১২/২০২০, ১০:০৬ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা হয়েছে।
১৩ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুঞ্জয়ি ছাত্রনেতা নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করায় এ আনন্দ শোভাযাত্রাটি হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন নাহিদ শিকদারসহ নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিনিয়র আইনজীবী ও আওয়ামীলীগ নেতা এ্যাড. মিজানুর রহমান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, বাংলাদেশ মৎস্যজীবী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিনার আহমেদ, বরজাহান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, ইউসুফ, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ, সাধারণ সম্পাদক রিজভী আলম রানাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।
Post Views: 1,945
আপনার মতামত লিখুন :