চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২


তারেক আজিজ প্রকাশের সময় : ০৬/১০/২০২০, ৫:২২ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২২০ বোতল ফেনসিডিলসহ ২ জন কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর এলাকার মৃত ইশরাইলের ছেলে মোঃ কামাল উদ্দিন (৩৫) ও একই উপজেলার সেলিমাবাদ পাঠানপাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে
মোঃ ফটিক (৩০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর মঙ্গলবার পৌণে ১২ টার দিকে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স মহুদিপুর লতিফ ফিলিং স্টেশনের সামনে থেকে ২২০ বোতল ফেনসিডিলসহ কামাল ও ফটিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com