চাঁপাইনবাবগঞ্জে জাসদের জাতীয় শোক দিবস পালন


তারেক আজিজ প্রকাশের সময় : ১৫/০৮/২০২০, ৮:০৬ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে জাসদের জাতীয় শোক দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

শনিবার সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সাড়ে ৮ টায় শহরের নিমতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব‍্য রাখেন জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু, যুগ্ম সম্পাদক আবু হেনা বাবলু , জেলা জাতীয় যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সদস‍্য আবু সাঈদ, জেলা শ্রমিক জোটের সভাপতি সাজেমান আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির, যুগ্ম সম্পাদক সুলতানা সোমা, জেলা ছাত্রলীগের সদস‍্য মোবারক হোসেন আকাশসহ অন্যরা।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ‍্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া করা হয় ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com