চাঁপাইনবাবগঞ্জে জালনোট তৈরীর সরঞ্জামসহ ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় জাল রুপিসহ একজন গ্রেফতার


তারেক আজিজ প্রকাশের সময় : ১৯/০৫/২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে জালনোট তৈরীর সরঞ্জামসহ ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় জাল রুপিসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নেয়ামতনগর গ্রীণভিউ স্কুল এলাকায় অভিযান চালিয়ে জালনোট তৈরীর সরঞ্জামসহ ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় জাল রুপিসহ জালচক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব—৫ এর একটি দল।
গ্রেফতারকৃত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলারপুর গ্রামের মোঃ বাজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন(৮৯)।
র্যাব—৫এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার রুহ—ফি—তাহমিন তৌকির বৃহস্পতিবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় র্যাব—৫ এর একটি দল জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নেয়ামতনগর গ্রীণভিউ স্কুলের দক্ষিনে এবং তরিকুল নার্সারীর উত্তরে পাঁকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপিসহ বশিরকে হাতে—নাতে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি  করে জালনোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথসিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে দীর্ঘদনি ধরে জালনোট ব্যবস্যার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৩ টি মামলা চলমান রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com