চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত ৫৭ জন এবং সুস্থ ৩৭
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৯/০৬/২০২০, ৫:২২ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত (পজিটিভ) এর সংখ্যা এখন ৫৭ জন। এর মধ্যে সদরের ২৪ জন, শিবগঞ্জে ১১ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলের ১০ জন এবং ভোলাহাট উপজেলার ৪ জন। ৭ জুন রোববার পর্যন্ত পর্যায়ক্রমে সুস্থ হয়েছেন ৩৭ জন। এই ৩৭ জনের মধ্যে সদরে ২৪, শিবগঞ্জে ২, নাচোল ৭, ভোলাহাট ৪ জন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ এ পর্যন্ত পর্যায়ক্রমে ২ হাজার ২০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এর মধ্যে সদর উপজেলায় ৭০৪ জন, শিবগঞ্জ থেকে ৪৪৩, গোমস্তাপুর থেকে ৩৫৯, নাচোল উপজেলায় ৪২৬ ও ভোলাহাট উপজেলা থেকে ২৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়।
অপর দিকে নমুনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পাওয়া গেছে ১ হাজার ৯৮০ জনের। এর মধ্যে সদর উপজেলায় ৬১৮, শিবগঞ্জের ৪০৮, গোমস্তাপুরের ৩১৮, নাচোল উপজেলার ৩৭৭ ও ভোলাহাট উপজেলার ২৫৯ জনের ফলাফল পাওয়া গেছে।
Post Views: 787
আপনার মতামত লিখুন :