চাঁপাইনবাবগঞ্জে এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


তারেক আজিজ প্রকাশের সময় : ২৫/০৫/২০২০, ২:৫৪ পূর্বাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে।  রোববার সন্ধ্যায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর পোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলামুপর ইউনিয়ন চেয়ারম্যান আকতারুল ইসলাম টিপু  ও সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত স্বামী-স্ত্রী লক্ষীনারায়নপুর পোড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও ছেলের বউ সুমন ও তাজরিন।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে ওসি জিয়াউর রহমান জানান,‘ বিকেল থেকেই স্বামী-স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করছিলো। পরে সন্ধ্যায় তারা ঘর থেকে বের না হলে; বাড়ীর অন্য সদস্যরা তাদের ডাকাডাকি করে। এক পর্যায়ে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতর প্রবেশ করলে এক রশিতে স্বামী-স্ত্রী’র ঝুলন্ত মরদেহ দেখতে পাই পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে রাত প্রায় ৮ দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।’

ওসি জানান, ‘আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ-বিবাদের কারণেই হয়তো তারা আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’ তিনি আরও জানান,‘ নিহত স্বামী-স্ত্রী পাঁচ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com