চাঁপাইনবাবগঞ্জে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ


তারেক আজিজ প্রকাশের সময় : ২৫/০৮/২০২০, ৬:৫০ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর খাসপাড়া এলাকায় রোববার রাত পৌণে ১২ টার দিকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।
মৃত নারী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর খাসপাড়ার সাজেদা বেগম ও আবদুস সবুরের মেয়ে সাবিনা ইয়াসমিন লিপি (২০)।
সদর মডেল থানার এসআই ইয়াছিন আরাফাত জানান, পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে যায় লিপি। তার কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, লিপি বিবাহিত। সে তিনটি বিয়ে করে। এসব নিয়েই পরিবারে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com