নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে এক কিশোর ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকাল ৯টার দিকে ও দুপুর ১২টার দিকে ঘটনা দুটি ঘটে।
মৃত কিশোরী শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড রসুলপুর এলাকার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ঔষধ ব্যবসায়ী মনিরুল ইসলাম মোকমালের মেয়ে ঈশিতা (১২) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরস ভার ৮নং ওয়ার্ডের রাজারামপুর ব্যাঙ্গডুবি পাড়ার রাজমিস্ত্রী মো. খায়রুল ইসলামের ছেলে হাসিব (১৩)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো মোজাফফর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শাহিন আক্তার ও শিবগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮নং ওয়ার্ডের রাজারামপুর ব্যাঙ্গডুবি পাড়ার প্রতিবন্ধী ছেলে মা বাবার উপর অভিমান করে নিজ ঘরে বাঁশের চালে গলায় ওরনা পেঁচিয়ে ঝুলে যায়। পরে পরিবারের লোকজন হাসিবকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে স্থানীয় যুবক আদনান ফয়সাল ও স্থানীয়া জানান, শিবগঞ্জের ৬নং ওয়ার্ড রসুলপুরে নিজ বাড়িতে ভাই বোন টিভিতে সিরিয়াল দেখছিলেন। এ সময় ফাঁসির দৃশ্য দেখে ভাইবোন ওরনা দিয়ে ফাঁসি ফাঁসি খেলার সময় ঈশিতা গলায় ফাঁস লেগে মৃত্যু বরণ করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দুটি ঘটনায় দুটি ইউডি মামলা করা হয়েছে।-
আপনার মতামত লিখুন :