চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২


তারেক আজিজ প্রকাশের সময় : ০৩/০৬/২০২০, ১২:০৪ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখা ডিবির পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মৃত জাহেদুলের ছেলে আজম (৩০) ও রাজশাহীর পবার নওহাটা এলাকার শ্রী প্রভাত সাহার ছেলে শ্রী প্রত্যয় (২০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২ টার দিকে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭০০ পিচ ইয়াবাসহ আজমকে গ্রেপ্তার করা হয়।

অপর অভিযানে নাচোল উপজেলার ফুলকুঁড়ি এলাকার পাকা রাস্তার উপর অভিমান পরিচালনা করে সন্ধ্যা ৬ টার দিকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি বাবুল উদ্দিন সরদার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com