চাঁপাইনবাবগঞ্জে আরামরাগ স্বপ্নপুরি হোটেলের পাশের বেকারি কারখানায় আগুন
তারেক আজিজ
প্রকাশের সময় : ১৮/১২/২০২০, ২:২৭ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামরাগ স্বপ্নপুরি হোটেলের পাশে সালমান বেকারি নামে এক কারখানা আগুনে পুড়ে গেছে। এতে কারখানার মালামাল ও পণ্য পুড়ে যায়। প্রাথমিক ভাবে কারখানা কর্তৃপক্ষ ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
জানাগেছে ১৮ ডিসেম্বর শুক্রবার আনুমানিক ভোর ৬ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকল কারখানা বন্ধ থাকে।
এমতাবস্থায় ভোরে বেকারীর কারখানায় আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক এলাকাবাসী ফায়ার সার্ভিসকে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বেকারি পণ্য, ময়দা, চিনিসহ কারখানার অন্যান্য মালামাল পুড়ে যায়।
Post Views: 1,725
আপনার মতামত লিখুন :