চাঁপাইনবাবগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত


তারেক আজিজ প্রকাশের সময় : ০৬/০৫/২০২০, ১১:৩৩ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে বুধবার ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁপইনবাবগঞ্জে মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার মধ্যে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে।

করোনা সনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩ জন, নাচোল উপজেলায় ৩ জন, ভোলাহাট উপজেলায় ২ জন ও শিবগঞ্জ উপজেলায় ১ জন। উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২ জনের দেহে করোানা ভাইরাস শনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জে মোট শনাক্তের পরিমাণ দাঁড়াল ১১ জনে।


চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু, গ্রাম লকডাউন

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com