চাঁপাইনবাবগঞ্জে অবলা প্রাণীগুলোকে খাবার পৌঁছে দিলো ওরা ক’জন


তারেক আজিজ প্রকাশের সময় : ০২/০৫/২০২০, ১:৫৮ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জে অবলা প্রাণীগুলোকে খাবার পৌঁছে দিলো ওরা ক’জন
কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : “জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর” বহু আগে থেকেই এ উক্তিটি সবাই জানেন কিন্তু সে সব জীবে মানে প্রাণীকে আমরা কজনই বা দয়া করি। করোনা ভাইরাসের পরিস্থিতিতে যেখানে মানুষ কর্মহীন হয়ে পড়েছে সেখানে আমরা অবলা প্রাণীদের খোঁজ রাখছি কতটুকু?
সে দিক বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জের কিছু উদ্দ্যোমী আত্মবিশ্বাসী যুবক রাস্তার অবলা বেওয়ারিশ কুকুরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করে। যা বিভিন্ন  মহল্লায় ভ্যানে ঘুরেঘুরে কুকুরগুলোকে খাবার পৌঁছে দেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ, জেলা শাখার সাবেক সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক  অভিষেক সাহা নিলম জানান, শুক্রবার সে সহ তার দুই বাল্যবন্ধু  সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রেজা ওয়াহিদ, আক্রো মেডিক্যাল এর কর্ণধার আরিফুল ইসলাম রনি ও নাম প্রকাশে অনিচ্ছুক  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টায় ৬০ কেজি খাদ্য তৈরি করে কুকুরের খাবারের ব্যবস্থা করা হয়।
স্বেচ্ছাসেবক হিসেবে সুমন, শান্ত, জনি, শ্যামল, আশিক, গোপাল, আবিদসহ আরো কয়েকজন চাল, আলু, মুরগীর মাংস ও মসলা দিয়ে তৈরি খাবার বিভিন্ন মহল্লার কুকুরকে খাওয়ানো হয়।
এ ছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অহিদও অংশনেন মানবিক এ কাজে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com