চাঁপাইনবাবগঞ্জের মসজিদপাড়ায় আগুনে পুড়লো দুটি ঘর
তারেক আজিজ
প্রকাশের সময় : ২১/০১/২০২১, ৭:১৮ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ায় সেলিম নামে একজনের বাড়িতে আগুন লেগে দুটি ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা বাড়িটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেরুল ইসলাম এর নের্তৃত্বে ইউনিটের সদস্যরা দ্রুত মসজিদপাড়ায় গিয়ে ঐ বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় মসজিদপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুখ এলাকাবাসী ভিড় জমায় ঘটনাস্থলে। আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানা গেছে।
Post Views: 1,731
আপনার মতামত লিখুন :