চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও মাদকবিরোধী আলোচনা সভা
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৭/১১/২০২০, ৫:৪১ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিননাথপুর গ্রামে মাদকবিরোধী কমিটির আয়োজনে ৬ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মাদকবিরোধী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো,.মোজাফফর হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য মো. আনোয়ারুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সদস্য আবু সালেহ আল-হাম্মাদ রাজিব, শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওসি মোজাফফর হোসেন তাঁর বক্তব্যে বলেন, আপনার এলাকায় কেউ মাদক ক্রয়-বিক্রয় করলে মাদকবিরোধী কমিটি অথবা বিট পুলিশিং কার্যালয়ে তথ্য দিন। আপনার নাম পরিচয় গোপন রাখা হবে। পৌর এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখিয়ে কাজ করছে।
ওসি বলেন, এলাকার মসজিদের ইমাম মোয়াজ্জিন, গ্রামের মড়ল আপনারা বেশিবেশি বাল্যবিয়ের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করুন। এ ছাড়াও তিনি বলেন, থাকায় মামলা বা জিডি করতে পুলিশকে কোন টাকা দিতে হয়না। আমার অফিসে আসতেও কোন অনুমতি লাগে না। আমি থানাকে দালালমুক্ত করেছি। জনগণের সেবক পুলিশ এই হোক মোদের প্রত্যাশা।-
Post Views: 1,700
আপনার মতামত লিখুন :