নিজস্ব প্রতিবেদক : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি-এ স্লোগান কে সামনে রেখে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ১৫ নভেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অফিসার ইন চার্জ ওসি মোজাফফর হোসেন। সম্প্রতি সমাবেশে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম।
সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবু সালেহ আল হাম্মাদ, আনন্দ টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক হোসেন, ইউপি সদস্য নূরুল ইসলাম, মো. আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ডলার।
সমাবেশে বিট পুলিশিং কার্যক্রম ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এলাকায় মাদক, সন্ত্রাস, ইভ টিজিং, চাঁদা বাজিসহ যে কোন অপরাধ সংগঠিত হলে সদর মডেল থানা অথবা বিট পুলিশ অফিসারদের জানাবার আহবান জানান, ওসি মোজাফফর হোসেন।
আপনার মতামত লিখুন :