নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারের (তহা বাজার) প্রায় ৫০টি দোকান ঘর অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন দোকান মালিকরা। তবে কি কারণে বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তারা। ঈদের পরের দিন হওয়ায় বাজারের অধিকাংশ দোকানই বন্ধ ছিল।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের পাইকারি পন্য বিক্রির জন্য পুরাতন বাজার প্রসিদ্ধ। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে, কাপড়ের দোকান, ব্যাগের দোকান, মোনহারী, জর্দার দোকান, এছাড়াও চাউল ও মুদিখানের বিভিন্ন পন্যের পাইকারি দোকান রয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন তাদের সবকিছুই পুড়ে গেছে।
এদিকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ শুরু করলেও পরে শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুরের ইউনিট, রাজশাহীর গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুর রশিদ জানান, এখানে ছোট ছোট অনেক ঘর থাকাতে আগুন নেভানো খুব কষ্টকর ছিল। এতে কেউ আহত বা নিহত হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত হলো তা তদন্তের পরই জানা যাবে।
আপনার মতামত লিখুন :