চাঁপাইনবাবগঞ্জের আরামবাগে ৩ কেজি গাঁজাসহ ১ জন শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার


তারেক আজিজ প্রকাশের সময় : ২৪/০৯/২০২০, ৪:৩৮ অপরাহ্ণ /
চাঁপাইনবাবগঞ্জের আরামবাগে ৩ কেজি গাঁজাসহ ১ জন শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মহল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. লালচান (২০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর ফাঁড়ি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত লালচান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের আরামবাগ মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ২৩ সেপ্টেম্বর বুধবার রাত ৯ টার দিকে আরামবাগ সাগর সার্ভিসিং দোকানের সামনে থেকে দুটি প্যাকেটে রক্ষিত অবস্থায় ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে লালচানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।-
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com