চরাগ্রাম জামে মসজিদে জরুরী ভিত্তিতে খতিব , ইমাম ও মুয়াজ্জিন নিয়ােগ বিজ্ঞপ্তি


তারেক আজিজ প্রকাশের সময় : ২১/১১/২০২০, ১০:৪১ অপরাহ্ণ /
চরাগ্রাম জামে মসজিদে জরুরী ভিত্তিতে খতিব , ইমাম ও মুয়াজ্জিন নিয়ােগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নামঃ চরাগ্রাম জামে মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রতিষ্ঠানের ঠিকানা চরাগ্রাম জামে মসজিদ, নামােশংকরবাটী চাঁপাই নবাবগঞ্জ।
ফোনঃ ( সভাপতি ) ০১৭৯৩৭৪২০৩৪ ,( সেক্রেটারী ) ০১৭৫১৯৪১৪০৫
ই-মেইলঃ
চাকরির বিবরণ উক্ত পদে নিয়ােগ পেতে আগ্রহী ব্যক্তিগণের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে । আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে এক কপি পাসপাের্ট সাইজ ছবি , শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে । আবেদনের যােগ্যতা : – খতিব ও ইমাম কমপক্ষে কামিল পাশ হতে হবে । মুয়াজ্জিন কমপক্ষে আলিম পাশ হতে হবে । সকল পদের ক্ষেত্রে অধিক যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ নিয়ােগে অগ্রাধিকার পাবেন । সকল পদের সুযােগ সুবিধা আলােচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে । যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষন করে । দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ২৫ / ১১ / ২০২০ ইং ।
বিজ্ঞপ্তির পিডিএফ কপি দেখুন
পদের নাম পদসংখ্যা যোগ্যতা বেতন
খতিব ০১ জন কমপক্ষে কামিল পাশ হতে হবে। আলোচনা সাপেক্ষে
         ইমাম      ০১ জন কমপক্ষে কামিল পাশ হতে হবে। আলোচনা সাপেক্ষে
মুয়াজ্জিন      ০১ জন কমপক্ষে আলিম পাশ হতে হবে। আলোচনা সাপেক্ষে
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com