চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৯৩ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তার


তারেক আজিজ প্রকাশের সময় : ১৭/১১/২০২০, ৮:৩৭ অপরাহ্ণ /
চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৯৩ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়াতে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবি।

গ্রেপ্তারকৃত যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা চকপাড়ার তৈমুরের ছেলে মো. আমির (১৮)।

এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি ইয়াবাসহ আমিরকে গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৮-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপ-চকপাড়ায় অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে গ্রেপ্তার করা হয়।

এ সময় মোল্লাটোলা উনিশ বিঘা গ্রামের মালেক মেকারের ছেলে সায়েম (৩০) পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com