গ্রেফতার আতঙ্কে সীমান্তের বাসিন্দারা, নিরাপত্তার দাবিতে মানববন্ধন


তারেক আজিজ প্রকাশের সময় : ২০/০৭/২০২২, ১১:১৭ অপরাহ্ণ /
গ্রেফতার আতঙ্কে সীমান্তের বাসিন্দারা, নিরাপত্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা গ্রেফতারের আতঙ্কে দিন পার করছেন। মাদকসহ মিথ্যা ও সাজানো মামলা থেকে গ্রেফতারের প্রতিবাদে ও নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দারা। বুধবার (২০ জুলাই) বিকেলে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে পূর্ব শত্রুতার জেরে সাজানো ও মিথ্যা তথ্যে মঙ্গলবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে সাহাপাড়া গ্রামের কৃষক ও খামারী মুনজুরকে তার বাড়ি থেকে আটক করে বিজিবি। নিরপরাধ মানুষ মুনজুর আটকের পর মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ১০টি গ্রামের মানুষজন গ্রেফতার আতঙ্কে ভুগছেন। এমনকি রাতের বেলা পুরুষরা বাড়িতে থাকতে পারছে না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, স্থানীয় বাসিন্দা রিপন আলী, মোরশালিন আলী, গৃহবধু আম্বিয়া খাতুন, মো. সোহরাব আলী। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া, তারাপুর, ছয়ঘরিয়া, সাহাপাড়া, মড়লপাড়া, শ্যামপুর, পন্ডিতপাড়া, ভবানীপুর, চটকপাড়া, ঠুঠাপাড়াসহ ১০টি গ্রামের বিভিন্ন বয়সী ও শ্রেনী পেশার জনসাধারণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com