গোমস্তাপুরে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ শিবগঞ্জের ২ জন গ্রেপ্তার
তারেক আজিজ
প্রকাশের সময় : ০৯/০৮/২০২০, ১:৫৬ অপরাহ্ণ /
০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাররশিয়ার গ্রামের নজরুল হকের ছেলে ডালিম (৪০) ও হাঙ্গামী মনাকষার মো. পারুলের ছেলে আবু তালেব (৪৫)।
জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বেলাল বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
Post Views: 942
আপনার মতামত লিখুন :