গোমস্তাপুরে সামিয়া নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার


তারেক আজিজ প্রকাশের সময় : ০১/০৯/২০২০, ৭:৩৮ অপরাহ্ণ /
গোমস্তাপুরে সামিয়া নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সামিয়া খাতুন নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর তিনপুকুরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তরুণী ওই গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. জসিমউদ্দিন জানান, উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর তিনপুকুরা গ্রামের সাদিকুলের মেয়ে সামিয়া সকাল ১১ টার দিকে পরিবারের অগচরে নিজ ঘরের তীরের সাথে ওরনা পেঁচিয়ে ঝুলে যায়।
পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে ওই তরুনীর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com