গোমস্তাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার


তারেক আজিজ প্রকাশের সময় : ০৮/০৩/২০২১, ৩:১৫ অপরাহ্ণ /
গোমস্তাপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার

নিজস্ব প্রতিবেদক:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার বিরুদ্ধে ইউপি সদস্যদের করা অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান জামাল উদ্দিন ম-ল বলেন, সম্প্রতি তার কয়েকজন ইউপি সদস্য জেলা প্রশাসক বরাবর তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। তাছাড়া ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে গত ৪ ও ৭ মার্চ স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসবে। এজন্য তিনি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে অভিযোগকারী দুই সদস্যসহ পাঁচ জন সদস্য উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com