কোভিড-১৯ মোকাবেলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


তারেক আজিজ প্রকাশের সময় : ১৪/০৬/২০২০, ২:৫০ অপরাহ্ণ /
কোভিড-১৯ মোকাবেলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কোভিড-১৯ মোকাবেলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মেডিক্যাল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্দোগে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগসহ ৪ দফা দাবী আদায়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন, আব্দুস সামাদ, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মানিক উদ্দিন,শামসুন্নাহার টুম্পা ও মোঃ জোহরুল ইসলাম।
বক্তারা বলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার নীতিতে ১ জন ডাক্তারের বিপরীতে ৫ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করা, ২০১৩ সালের আবেদনকৃতসহ ২০ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ, অবৈধভাবে ১৮৩ জনের নিয়োগ বাতিল করার দাবী জানান।
বক্তারা আরো বলেন, দেশের করোনা’র ক্রান্তিকালে সন্দেহজনক রোগীর বেশী বেশী নমূনা সংগ্রহে বেকার বসে থাকা মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবী জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com